FAQ About Al Qardul Hasana

Al Qardul Hasana
2 months ago | cmuhammada

করজে হাসানা ফাউন্ডেশন সম্পর্কে বিস্তারিত বলুন ?

করজে হাসানা ফাউন্ডেশন হলো একটি অর্থনৈতিক জোট।

Al Qardul Hasana
2 months ago | cmuhammada

করযে হাসানাহ ফাউন্ডেশানে উম্মাহর লাভ ( Internationally & Locally)

সমাজকে স্বাবলম্বী করা বা অর্থনৈতিক পরিবর্তন সাধন করা আমাদের উদ্দেশ্য নয়। বরং যারা সমাজকে পরিবর্তন করতে চায়, তাদেরকে অর্থায়ন করার মাধ্যমে কাজকে বেগবান করা আমাদের উদ্দেশ্য।

Al Qardul Hasana
2 months ago | cmuhammada

Al Qardul Hasana - *Technical Team* সম্পর্কে বলুন।

*করজে হাসানা ওয়েবসাইট ও বৈশ্বিক অনলাইন কমিউনিটি ফোরাম:-* 

----------- ----------- ----------- 

আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তায়া’লার ইচ্ছায়, উম্মাহর আর্থিক কাঠামো গড়ে তোলার এক মহান যুদ্ধে; দূর্বার গতিতে সামনে ছুটে যাচ্ছে করজে হাসানা ফাউন্ডেশন। 

দ্বীনের বিভিন্ন শাখার ন্যায়, শো'বাতুল মাল তথা অর্থনৈতিক শাখাতেও এমন কিছু ভাইয়ের নিরলস কাজ করে যাওয়া প্রয়োজন , যাদের কর্মউদ্দীপনায় উম্মাহ শতাব্দীকাল ব্যাপী অর্থনৈতিক নিরাপত্তা লাভ করবে। 

প্রিয় ভাইয়েরা, করজে হাসানা সংক্রান্ত শরীয়াহ'র এই বিশেষ পরিভাষাটির আরো ব্যাপক চর্চা ও দাওয়া'হর জন্য প্রয়োজন, সাইবার জগতে আমাদের শক্তিশালী উপস্থিতি এবং বাংলাদেশ সহ বিশ্বময় এই দাওয়াহ ছড়িয়ে দেয়া। 

গত এপ্রিল মাসের মুশাওয়ারার সিদ্ধান্ত অনুসারে, *Al Qardul Hasana - Technical Team* নামে আমরা একটি স্পেশাল টিম গঠন করেছি। এর কাজ হলো করজে হাসানা ফাউন্ডেশনের জন্য *Website* এবং দেশ জুড়ে ছড়িয়ে থাকা সুদ মুক্ত করজ দাতা অন্যান্য প্রতিষ্ঠান এবং নবাগতদের জন্য *Community Forum* গঠন করা। 

বাংলা, ইংরেজি, উর্দু, হিন্দি ও আরবী - এই ৫ টি ভাষায় কাজটি সম্পাদনা করা হবে, যেন দেশ-বিদেশের উলামা এবং দাঈ ভাইয়েরা নিজ এলাকায় করজে হাসানা প্রতিষ্ঠান পরিচালনার গাইডলাইন ও লজিষ্টিক সাপোর্ট পেতে পারেন এই Website এবং Forum এর মাধ্যমে ইনশাআল্লাহ। 

এই কাজে যারা সম্পৃক্ত থাকবেন ইনশাআল্লাহ এটি তাদের জন্য এক বিশাল *সাদক্বায়ে জারিয়া* হবে! এবং অর্থনৈতিক শাখায় প্রষ্ফুটিত এই ফুলের সুবাস, দ্বীনের অন্য প্রত্যেকটি শাখাকে সুবাসিত করবে, প্রত্যেক শাখায় মেহনত করার আজর ও সওয়াব আপনি, আমরা লাভ করবো ইনশাআল্লাহ। 

Al Qardul Hasana - *Technical Team* এ যারা কাজ করছেন, তাদেরকে উপযুক্ত সাপোর্ট দেয়া আমাদের দায়িত্ব। ইতিমধ্যে টিম মেম্বারদের Computer Programming skill বাড়ানোর জন্য আমরা তাদেরকে Chat GPT -4 কিনে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং Website পরিচালনা, রক্ষণাবেক্ষণ ইত্যাদি কাজে আরো কিছু খরচ আছে। প্রতি মাসে গড়ে প্রায় ৩ হাজার টাকা। এটি আমরা সাদাক্বার মাধ্যমে তহবিল গঠন করবো। আগ্রহী ভাইয়েরা এককালীন বা মাসিক ৪০/ ৫০ টাকা বা ইখলাসের সাথে সাধ্যমতো শরীক থাকবেন ইনশাআল্লাহ। 

আমাদের টেকনিক্যাল টিমের ভাইয়েরা হলেন আমাদের হাতিয়ার। এই হাতিয়ার যতো উন্নত হবে, ততো বেশি দেশ ব্যাপী করজে হাসানা ছড়িয়ে পড়বে এবং হাজার হাজার N.G.O মাঠে মারা যাবে ইনশাআল্লাহ।  

মনে রাখুন, বাংলাদেশে *৩০ হাজার N.G.O* কাজ করছে। আর *ব্র‍্যাক* হলো বাংলাদেশে জন্ম নেয়া বিশ্বের সবচেয়ে বড় এবং ভয়ংকর N.G.O.

আমরা তো *BRAC* কে বয়কটের ডাক দিয়েছি, কিন্তু ব্র‍্যাকের বিকল্প কি তৈরি করেছি?? আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম ❓❓

^

Already a member? Login.

Place this code where you want the questions and answer appear on your website.

<div class="faq-container"></div><script channelShortName="aqh" id="faq-question-list-script" src="https://static.faqabout.me/widgets/question-list-widget.min.js"></script>
Click to copy