FAQ About Al Qardul Hasan Foundation

Al Qardul Hasan Foundation
7 months ago | aqh

করজে হাসানা ফাউন্ডেশন সম্পর্কে বলেন


مَنْ لَمْ يَغْزُ، أَوْ يُجَهِّزْ غَازِيَاً، أَوْ يُخَلِّفْ غَازِيَاً فى أَهْلِهِ بِخَيْرٍ، أَصَابَهُ اللهُ بِقَارِعَةٍ قَبْلَ يَوْمِ القِيَامَةِ

‘‘যে ব্যক্তি জিহাদ করবেনা অথবা কোন মুজাহিদের হাতিয়ার প্রস্ত্তত করে দিবেনা কিংবা কোন মুজাহিদের পরিবার-পরিজনকে ভালভাবে দেখা-শুনা করবেনা, কিয়ামতের পূর্বে আল্লাহ্ তা‘আলা তাঁকে অবশ্যই কোন না কোন মসিবতে আক্রান্ত করবেন।’ - আবু দাউদ, আলএ. হা/২৫০৩, সুনান ইবনে মাজাহ, তাও. হা/২৭৬২, মিশকাত, হাএ. হা/৩৮২০, সহীহ হাসান।

রসূল (ﷺ) আরও বলেন- যে ব্যক্তি কোন মুজাহিদকে আল্লাহর রাস্তায় জিহাদ করতে, ঋণদারকে ঋণ পরিশোধ করতে এবং চুক্তিবদ্ধ কোন দাসকে দাসত্বের বন্ধন মুক্ত হতে সাহায্য করবে, আল্লাহ্ তাঁকে সেই দিন স্বীয় ছায়া দান করবেন, যেই দিন তাঁর ছায়া ব্যতীত আর কোন ছায়া থাকবেনমুসনাদে আহমাদ। ইমাম আলবানী রহঃ) হাদীসটিকে যঈফ বলেছেন। সিলসিলায়ে যঈফা, হা/৪৫৫৫




Al Qardul Hasan Foundation
7 months ago | aqh

এর মাধ্যমে তানজিম কি ধরনের ফায়দা লাভ করতে পারে?

দাওয়াতুল ফারদিয়্যাহ আর্টিক্যালে আমরা দেখেছি, একজন মাদয়ূ'র কি কি সিফত থাকতে হয়। দাওয়াহ'র কাজ করতে গিয়ে এমন অনেক ভাইয়ের সাথে পরিচয় হয়ে থাকে যারা বিভিন্ন বিষয়ে খুবই পারদর্শী কিন্তু মাদয়ূ হওয়ার যোগ্য নয়। অথবা স্ট্রাটেজিক্যাল অভাররিচ এর কারণে সেই ভাইকে গ্রহণ করা যায় না। উম্মাহর ব্যপক একটি অংশ এই ক্যাটাগরির ভাই দ্বারা পরিপূর্ণ। যদি তাদেরকে সঠিক ভাবে গাইড করা যায়, তবে তাদের মাঝে অনেক কল্যাণ নিহিত আছে। এদেরকে নিয়েই মূলত গড়ে উঠবে করজে হাসানা ফাউন্ডেশন।

Al Qardul Hasan Foundation
7 months ago | aqh

উদ্দেশ্য কি?

  1. NGO গুলো বিতাড়িত করা।
  2. করজে হাসানা ফান্ড ব্যয় করার খাত নির্ধারণ করে দেয়া।
  3. জনসম্পৃক্ততা তৈরি করা
  4. দাঈ ভাইদেরকে অর্থায়ন করা।
Al Qardul Hasan Foundation
7 months ago | aqh

অন্য কোন গেরিলা সংগঠন এই পদ্ধতি ব্যবহার করছে কিনা?

লেবাননে গেরিলা সংগঠন হিজবুল্লাহ সফল ভাবে এটি ব্যবহার করছে। নিচে ইসরাইলি থিংক ট্যাংক  Intelligence and Terrorism Information Center (ITIC) এর একটি গবেষনা প্রতিবেদন উল্লেখ করা হলো। এর বাংলা অনুবাদের লিংক ও দেয়া হয়েছে।

English: https://www.terrorism-info.org.il/app/uploads/2019/06/E_099_19.pdf

বাংলাঃ https://justpaste.it/9gocu


Al Qardul Hasan Foundation
7 months ago | aqh

করজে হাসানার মিডিয়াম কারা হবে, কোন শ্রেণীর মাধ্যমে এটা সমাজে ছড়াবে?

দেশে মাদ্রাসার সংখ্যা প্রায় ৭০ হাজার এবং মসজিদ আছে প্রায় ৩ লক্ষ ৫০ হাজার। দ্বীনের এই দূর্গ গুলো থেকে সুদের বিরুদ্ধে আওয়াজ উঠতে হবে। আমরা চাই আলিম ও দাঈ ভাইদেরকে করজে হাসানা ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত করে একটি অর্থনৈতিক জোট গড়ে তুলতে। 

Al Qardul Hasan Foundation
7 months ago | aqh

"করজে হাসানা - মাসিক ড্র প্রজেক্ট" বিস্তারিত বলেন?

"করজে হাসানা - মাসিক ড্র" প্রজেক্টের নিয়মাবলি ব্যাখ্যা করা হচ্ছে ইনশাআল্লাহ।  

১# ১৫ জন আলিম ও দ্বীনি ভাইকে নিয়ে একটি টিম গঠিত। 

২# ১ টি টিম থেকে প্রত্যেক মাসে জনপ্রতি ২১০০/= টাকা করে মোট ৩১,৫০০/= টাকার একটি ফান্ড আমরা হাতে পাবো ইনশাআল্লাহ। 

(15×2100= 31,500) 

৩# এই ফান্ড থেকে প্রত্যেক মাসে একজন ভাগ্যবান বিজয়ী লটারীর মাধ্যমে ৩০,০০০/= ক্যাশ জিতবেন। 

৪# অবশিষ্ট ১,৫০০/= টাকা একটি বিশেষ ফান্ডে জমা রাখা হবে। এই ফান্ড থেকে টিমের যে কোন ভাই জরুরতের সময় সর্বোচ্চ ৫ হাজার টাকা করজ নিতে পারবেন (জামানত/জামিনদার ও ফান্ড থাকা সাপেক্ষে) এবং যথাসম্ভব দ্রুত তা পরিশোধ করে দিবেন। তবে জরুরি করজের সাথে ৩ নং এ উল্লিখিত লটারির কোন সম্পর্ক নেই।

৫# প্রথম মাসের জমাকৃত ৩১,৫০০/= টাকা ৪ নং পয়েন্টে উল্লেখিত "বিশেষ ফান্ডে" সর্বদা জমা থাকবে। যা শুধুমাত্র টিমের ভাইদের বিপদে আপদে বা জরুরতের সময় কর্য হিসেবে প্রদান করা হবে ইনশাআল্লাহ।  

৬# অর্থ্যাৎ প্রথম মাস থেকেই আমরা প্রত্যেকে যথারীতি ২,১০০/= টাকা করে জমা করতে থাকবো কিন্তু লটারি অনুষ্ঠিত হবে ২য় মাস থেকে ইনশাআল্লাহ।

Al Qardul Hasan Foundation
7 months ago | aqh

এখন মাসিক ড্র এর কয়টি প্রজেক্ট চলমান ? এবং এই প্রজেক্ট গুলো থেকে তানজিম কিভাবে উপকৃত হবে ইনশাআল্লাহ্‌?

মাসিক ড্র প্রজেক্টকে বলা হয়; AL Qardul Hasana Council for Mutual Economic Assistance (Qmecon) বা কিউমিকন। বর্তমানে ৩ টি Qmecon চলমান আছে।

Qmecon - 1

https://docs.google.com/spreadsheets/d/161f9THiPKtKHQt7At2cNEfbORDsLl9FGnVh_LfYr9kk/edit?usp=sharing

Qmecon - 2

https://docs.google.com/spreadsheets/d/1_lNtjRqfCoOrV-5G_7UPpndOqF34HA5L3gfx60UUjto/edit?usp=sharing

Qmecon - 3

https://docs.google.com/spreadsheets/d/1n8dNlN5fsN2MtCqQnn4b4DZ5EnbY93XzLTQqGFuB8es/edit?usp=sharing

  • ২০২৪ চলতি বছরে কমপক্ষে ৫ টি Qmecon চালুর পরিকল্পনা আছে। 15 সদস্য বিশিষ্ট একটি Qmecon থেকে 16 মাসে -

(15 X 2100) + (1500 X 15)

= 31,500 + 22,500

= 54,000 টাকা (ইমার্জেন্সি করজ ফান্ডে জমা হয়)

এভাবে, Qmecon সংখ্যা যতো বাড়তে থাকবে ফান্ডে জমা টাকার পরিমাণ তত বাড়তে থাকবে ইনশাআল্লাহ। যা তানজিমকে করজে হাসানা হিসেবে দেয়া সম্ভব। 100 টি Qmecon থেকে 54 লক্ষ টাকা ইমার্জেন্সি করজ ফান্ডে জমা হবে।

  • Qmecon সংখ্যা যতো বাড়তে থাকবে, কমিউনিটি তত শক্তিশালী হবে। এবং ভবিষ্যৎ বিভিন্ন ব্যবসায়ীক প্রজেক্টের জন্য crowdfunding এর মাধ্যমে বিনিয়োগ গ্রহণ তত সহজ হবে।


^

Already a member? Login.

Place this code where you want the questions and answer appear on your website.

<div class="faq-container"></div><script channelShortName="aqhasan" id="faq-question-list-script" src="https://static.faqabout.me/widgets/question-list-widget.min.js"></script>
Click to copy