FAQ About Al Qardul Hasan Foundation

Al Qardul Hasan Foundation
6 months ago | aqh

"করজে হাসানা - মাসিক ড্র প্রজেক্ট" বিস্তারিত বলেন?

"করজে হাসানা - মাসিক ড্র" প্রজেক্টের নিয়মাবলি ব্যাখ্যা করা হচ্ছে ইনশাআল্লাহ।  

১# ১৫ জন আলিম ও দ্বীনি ভাইকে নিয়ে একটি টিম গঠিত। 

২# ১ টি টিম থেকে প্রত্যেক মাসে জনপ্রতি ২১০০/= টাকা করে মোট ৩১,৫০০/= টাকার একটি ফান্ড আমরা হাতে পাবো ইনশাআল্লাহ। 

(15×2100= 31,500) 

৩# এই ফান্ড থেকে প্রত্যেক মাসে একজন ভাগ্যবান বিজয়ী লটারীর মাধ্যমে ৩০,০০০/= ক্যাশ জিতবেন। 

৪# অবশিষ্ট ১,৫০০/= টাকা একটি বিশেষ ফান্ডে জমা রাখা হবে। এই ফান্ড থেকে টিমের যে কোন ভাই জরুরতের সময় সর্বোচ্চ ৫ হাজার টাকা করজ নিতে পারবেন (জামানত/জামিনদার ও ফান্ড থাকা সাপেক্ষে) এবং যথাসম্ভব দ্রুত তা পরিশোধ করে দিবেন। তবে জরুরি করজের সাথে ৩ নং এ উল্লিখিত লটারির কোন সম্পর্ক নেই।

৫# প্রথম মাসের জমাকৃত ৩১,৫০০/= টাকা ৪ নং পয়েন্টে উল্লেখিত "বিশেষ ফান্ডে" সর্বদা জমা থাকবে। যা শুধুমাত্র টিমের ভাইদের বিপদে আপদে বা জরুরতের সময় কর্য হিসেবে প্রদান করা হবে ইনশাআল্লাহ।  

৬# অর্থ্যাৎ প্রথম মাস থেকেই আমরা প্রত্যেকে যথারীতি ২,১০০/= টাকা করে জমা করতে থাকবো কিন্তু লটারি অনুষ্ঠিত হবে ২য় মাস থেকে ইনশাআল্লাহ।